• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ঈদ বোনাস পাচ্ছেন মোহামেডানের খেলোয়াড়রা

প্রকাশিত: মে ৬, ২০২১, ০৩:৪২ পিএম

ঈদ বোনাস পাচ্ছেন মোহামেডানের খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক

দেশের ক্রীড়াঙ্গণে এক ঐতিহ্যবাহী নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। আশি-নব্বইয়ের দশকে দেশের ফুটবলে এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছিলব্ল্যাক অ্যান্ড হোয়াইটখ্যাত দলটি। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের অন্য যেকোনো ক্লাবের চেয়ে মোহামেডানের সাফল্য বেশি। কিন্তু নানান কারণে জৌলুস হারিয়ে ফেলে তারা। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে মোহামেডানের। নতুনদের ছোঁয়ায় দীর্ঘদিন পর পুরোন রূপে ফিরবে ক্লাবটি এমন প্রত্যাশা ভক্তদের। সেইমত চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে টানা দুই জয় তুলে নিয়েছে মোহামেডান।

দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে - গোলে হারিয়েছিলব্ল্যাক অ্যান্ড হোয়াইটখ্যাত দলটি। বুধবার দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকেও একই ব্যবধানে (-) হারিয়েছে তারা। এই জয়ে সাইফকে টপকে পয়েন্ট টেবিলে এক ধাপ উপরে চলে এসেছে মোহামেডান। এই খুশিতে খেলোয়াড়দের জন্য ঈদ বোনাস ঘোষণা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি জেনারেল (অব.) আব্দুল মুবীন।

বুধবার খেলা শেষে সব ফুটবলারকে নিয়ে মাঠেই  আনন্দে মেতে ওঠেন মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স এবং টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। সময় ক্লাবটির সভাপতি জেনারেল আব্দুল মুবীন মোবাইলে প্রিন্সকে একটি বার্তা পাঠান। সঙ্গে সঙ্গে প্রিন্স খেলোয়াড়দের জানিয়ে দেন, ‘তোমাদের আজকের জয়ে খুশি হয়ে সভাপতি মহোদয় ঈদের আগেই তোমাদের বোনাস উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন।প্রিন্সের এই ঘোষণায় মোহামেডানের ফুটবলারদের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা।

জেডআই/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ