• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

আরামবাগের বিপক্ষে ঘুরে দাঁড়াল চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: মে ৫, ২০২১, ১০:৩১ পিএম

আরামবাগের বিপক্ষে ঘুরে দাঁড়াল চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া ডেস্ক

আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে - গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে বন্দর নগরীর দলটি।

বুধবার ( মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় আরামবাগ ক্রীড়া সংঘকে - হারিয়েছে চট্টগ্রাম আবাহনী।

আক্রমণ পাল্টা আক্রমণ করেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

৭৯তম মিনিটে আর ভুল করেনি বন্দর নগরীর দলটি। আইভরিকোস্টের চার্লস দিদিয়ের গোল করে এগিয়ে দেন চট্টগ্রাম আবাহনীকে।

আরও একটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছে চট্টগ্রামের দলটি। পেনাল্টি মিস করেন অধিনায়ক দিদিয়ের। ফলে - গোলের ব্যাবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম আবাহনীকে।

চট্টগ্রাম আবাহনীও ১৪ ম্যাচে ছয়টি জয় আর সমান চার ড্র এবং চার পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে। অপরদিকে এখন অবধি জয়ের দেখা পায়নি আরামবাগ। একটি ম্যাচে ড্র করতে সমর্থ হয়েছে তারা। ১৩ পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে (১৩ তম) পড়ে থাকল দলটি।

জেডআই/নূর

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ