ক্রীড়া ডেস্ক
উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ের পুরস্কারটা নিজের করে নিয়েছেন জর্জিনিও। তিনি চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালির হয়ে ইউরো জিতেছেন। সেরার লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন, কেভিন ডি ব্রুইনা, এনগেলো কন্তে ও জর্জিনিও। তিনজনই খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাই তাদের মধ্যে লড়াইটাও হয়েছিল বেশ।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র ও অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়েছে। সেখানেই উয়েফার বর্ষসেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জর্জিনিওর নাম। প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েই বাজিমাত করেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।
এ দিন ঘোষণা করা হয়েছে উয়েফা বর্ষসেরা কোচের নামও। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো থমাস টুখেল পেয়েছেন এই পুরস্কার। তিনি পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটিকে ফাইনালে তোলা পেপ গার্দিওলা ও ইতালিকে ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনিকে।
এ ছাড়া অ্যাওয়ার্ড নাইটের বেশির ভাগ পুরস্কারই ঘরে তুলেছে চেলসি। দলটির গোলরক্ষক এডওয়ার্ডো মেন্ডি জিতেছেন সেরা গোলরক্ষকের পুরস্কার। চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জেতার আরেক কারিগর এনগোলো কন্তে জিতেছেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। সেরা ডিফেন্ডার হয়েছেন সিটির দিয়াস আর সেরা ফরোয়ার্ড বরুশিয়া ডর্টমুন্ডের হল্যান্ড।
এক নজরে এবারের বর্ষসেরা যারা -
চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা (পুরুষ)
ফুটবলার : জর্জিনিও (চেলসি)
গোলরক্ষক : এডওয়ার্ডো মেন্ডি (চেলসি)
ডিফেন্ডার : রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)
মিডফিল্ডার : এনগোলো কন্তে (চেলসি)
ফরোয়ার্ড : আর্লিং হল্যান্ড (বরুশিয়া ডর্টমুন্ড)
চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা (নারী)
ফুটবলার : আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)
গোলরক্ষক : সান্দ্রা পানোস (বার্সেলোনা)
ডিফেন্ডার : ইরেনে পারেদেস (পিএসজি)
মিডফিল্ডার : আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)
ফরোয়ার্ড : জেনি এরমোসো
বর্ষসেরা কোচ (পুরুষ) : থমাস টুখেল (চেলসি)
বর্ষসেরা কোচ (নারী) : লুইস কর্তেস
ইফাত
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন