• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভিন্নপথে বাংলাদেশে আসবে আফগান ক্রিকেট দল

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:০২ পিএম

ভিন্নপথে বাংলাদেশে আসবে আফগান ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক

দুই দশক পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। এমন অবস্থায় অনিশ্চয়তার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত পার করছেন আফগানরা। শঙ্কা দেখা দিয়েছিল দেশটির ক্রিকেট দলের বিদেশ সফর নিয়েও। বর্তমানে সেখানে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। এবার ভিন্নপথে বাংলাদেশে আসছে আফগান অনূর্ধ্ব-১৯ দল।

আগামী ৩১ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশের যুবাদের সঙ্গে পাঁচটি ওয়ানডে একটি চার দিনের ম্যাচ খেলবে সফরকারী আফগানরা।

বর্তমান পরিস্থিতিতে কাবুল থেকে সরাসরি ঢাকায় আসা সম্ভব নয় আফগান যুবাদের। কারণ মুহূর্তে আফগানিস্তান থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ, কবে খুলবে তার নিশ্চয়তাও নেই। প্রেক্ষাপটে আফগান যুবাদের বাংলাদেশ সফর নিয়ে ভাবনায় পড়ে তারা।

বর্তমানে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা নিয়ন্ত্রণ করছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। গত সপ্তাহে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক ফ্লাইট আকাশে ওড়েনি। যুক্তরাষ্ট্র তাদের সৈন্য স্বার্থসংশ্লিষ্টদের জন্য সামরিক ফ্লাইট চালু রাখলেও আপাতত সেগুলোও বন্ধ।

এখনও যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে তাদের ঢাকায় আসার পথ বেশ জটিল এবং এটাই একমাত্র রাস্তা। ক্রিকেটারদের প্রথমে সড়কপথে আসতে হবে পাকিস্তানে। এরপর সেখান থেকে বিমানে করে যেতে হবে দুবাই। দুবাই থেকে ঢাকা এবং ঢাকা থেকে ম্যাচের ভেন্যু সিলেট। ঠিক একইভাবে সড়কপথ আকাশপথ ব্যবহার করে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছে আফগান জাতীয় দলও।

আফগান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বাংলাদেশে আসার সময় এখনও এক সপ্তাহ বাকি। পরিস্থিতিতে ক্রিকেট দলের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে পারছে না কেউই। উপায়ান্তর না দেখেপ্ল্যান বিহিসেবে সড়কপথেই যাত্রার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) রোববার তোর্কহাম স্থলবন্দর দিয়ে আফগান জাতীয় দলকে পাকিস্তানের পেশোয়ারে পাঠানো হয়েছে। সেখান থেকে বিমানে প্রথমে ইসলামাবাদ, এরপর ইসলামাবাদ থেকে দুবাই এবং দুবাই থেকে কলম্বোয় যাওয়ার কথা তাদের।

অনেকটা একইভাবে পাকিস্তান আরব আমিরাত হয়ে বাংলাদেশে আসবে আফগানদের যুব দল। বিসিবি অবশ্য এখনও যাত্রাপথের বিষয়টি স্পষ্ট করেনি। গতকাল বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার সাংবাদিকদের বলেন, ‘ওরা যথাসময়ে আসার কথা নিশ্চিত করেছে। তবে কিভাবে আসবে সেটি আমরা বলতে চাচ্ছি না। এটি দুই বোর্ডের অভ্যন্তরীণ বিষয়।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ