ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানের দখলে। এরপরই দেশটির প্রতিটি সেক্টরে দেখা দিয়েছিল রদবদল। তেমনি বড়সড় রদবদলের আভাস এসেছিল দেশটির ক্রিকেট বোর্ডে। অবশেষে আভাসটাই সত্য হলো। তালেবানের সঙ্গে বোর্ডের সভার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হয়ে ফিরলেন আজিজউল্লাহ ফজলি।
রোববার (২২ আগষ্ট) তালেবান নেতাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা শেষে এক টুইট বার্তায় এই রদবদলের ঘোষণা দেওয়া হয়।
যদিও আজিজউল্লাহ ফজলি এর আগেও এসিবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে আতিফ মশালের পদত্যাগের পর প্রায় এক বছর দায়িত্ব পালন করেন তিনি। দলের বাজে পারফরম্যান্সের কারণে সরিয়ে দেওয়া হয়েছিল এই ক্রীড়া সংগঠককে।
গত দুই দশক ধরেই আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে জড়িত আছেন ফজলি। দেশটিতে ক্রিকেট প্রতিষ্ঠা করা দলের সদস্যও তিনি। কাজ করেছেন এসিবির ভাইস-চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে। ঘরোয়া ও আঞ্চলিক ক্রিকেটেও সম্পৃক্ত তিনি।
ইফাত
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন