• ঢাকা বুধবার
    ১৩ নভেম্বর, ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

মোহনবাগানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বসুন্ধরার

প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০৮:৩৪ পিএম

মোহনবাগানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বসুন্ধরার

ক্রীড়া ডেস্ক

জিতলেই এএফসি কাপের ইন্টারজোন প্লে অফ সেমিফাইনালে পৌঁছে যাবে বসুন্ধরা কিংস। হারলে বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। এমন সমীকরণ সামনে রেখে মঙ্গলবার (২৪ আগস্ট) মালদ্বীপের মালেতে ভারতীয় জায়ান্ট মোহনবাগানের মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে - গোলে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশর শীর্ষ ক্লাবটি। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে গোল শূন্য ড্র করে বসুন্ধরা কিংস। একইদিন মালদ্বীপের মাজিয়াকে তারা - গোলে হারায় শক্তিশালী মোহনবাগান।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ ম্যাচে মোহনবাগানকে হারাতেই হবে বসুন্ধরা কিংসের। ছাড়া বিকল্প কোনো পথ নেই তাদের সামনে। মোহনবাগানকে হারালেই এএফসি কাপের ইন্টারজোন প্লে অফ সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

মোহনবাগান শক্তিশালী দল হলেও অধরা নয়। বসুন্ধরা কিংসের পক্ষে ভারতীয় ক্লাবটিকে হারানো অসম্ভব কিছুও নয়। বসুন্ধরা কিংসের এএফসি কাপের অভিষেক আসরটি বাতিল হয়েছিল করোনার কারণে। এবার গ্রুপপর্ব টপকে আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়েই প্রস্তুতি ক্লাবটির। সে লক্ষ্যপূরণের শেষমঞ্চে তারা। মোহনবাগানকে হারালে আরেকটি ইতিহাস রচনা হবে তাদের।

২০১৯ সালে আবাহনী আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠেছিল। উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে ঢাকায় - গোলে জিতে এবং কোরিয়ায় - গোলে হেরেছিল। দুই ম্যাচ মিলিয়ে - ব্যবধানে জিতে আঞ্চলিক ফাইনালে উঠেছিল উত্তর কোরিয়ার দলটি, গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশের আবাহনী।

জেডআই/নির্জন

আর্কাইভ