• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আফগান ক্রিকেট বোর্ডে সেই আব্দুল্লাহ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ১০:২২ পিএম

আফগান ক্রিকেট বোর্ডে সেই আব্দুল্লাহ

ক্রীড়া ডেস্ক

সপ্তাহখানেক আগে বিনা বাধায় রাজধানী কাবুলসহ প্রায় গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। সশস্ত্র সংগঠনটির সদস্যদের হাত থেকে বাঁচতে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে বেশ কয়েকজন জীবনও হারিয়েছেন। এমন অবস্থায় তালেবানদের কবল থেকে ক্রিকেট রক্ষায় বিশ্ববাসীর প্রতি আবেদন জানিয়েছিলেন রশিদ-নবিরা।

তবে তালেবান নেতারা জানিয়েছেন, ক্রিকেট নিয়ে তাদের কোনো সমস্যা নেই। বরং তালেবানরাই আফগান মাটিতে ক্রিকেট এনেছিল দাবি করে ক্রিকেটের মান সমুন্নত রাখার ঘোষণা দিয়েছেন তারা। তার কয়েক দিন পরে অস্ত্র হাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিসি) গেলেন সশস্ত্র সংগঠনটির কয়েক নেতা। তাদের মধ্যে ছিলেন ক্রিকেট ছেড়ে তালেবানে যোগ দিয়ে অস্ত্র হাতে নেয়া আব্দুল্লাহ মাজারি।

আব্দুল্লাহ মাজারি ২০১০ সালে নওরোজ মঙ্গলের নেতৃত্বে সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ নবি আসগর আফগানের সঙ্গে আফগানিস্তানের হয়ে কেনিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আফগানিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল্লা মাজারিকে সঙ্গে নিয়ে কাবুলে আফগান ক্রিকেটের সদর দফতরে পৌঁছে তালেবানরা। সবচেয়ে চমকে ওঠার মতো দৃশ্য হলো, ক্রিকেটের সদর দফতরে তালেবানরা হাজির হয়েছিল সশস্ত্র অবস্থায়। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তালেবানরা হাতে বন্দুক নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দফতরে বসে রয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি দিন আগেই সমর্থকদের অশ্বস্ত করেছিলেন এই বলে যে, তালেবানরাও ক্রিকেট পছন্দ করে। তাই দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেও ক্রিকেট খেলা চালিয়ে যেতে অসুবিধা হবে না। তিনি এও জানিয়েছিলেন যে, আফগান ক্রিকেটাররা তাঁদের পরিবারের লোকজন নিরাপদেই রয়েছেন। পাশাপাশি আফগান ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছিলেন যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান।

আফগান ক্রিকেট বোর্ডের কর্তার এমন ঘোষণার রেশ কাটতে না কাটতেই ধরা পড়ল চমকে ওঠার মতো ছবি। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কনফারেন্স রুমে আগ্নেয়াস্ত্র হাতে তালেবানের ছবি দেখে সকলেই চমকে উঠেছেন।

আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খান-মহম্মদ নবিরা অংশ নেবেন। হাসান আরও জানিয়েছিলেন যে, আফগানিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে টুর্নামেন্টটি কোথায় হবে তা নিয়ে সংশয় রয়েছে। শ্রীলঙ্কা মালয়েশিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে ব্যাপারে কথাবার্তা বলছেন আফগান ক্রিকেট বোর্ডের কর্তারা।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ