প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৮:৫১ পিএম
মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে যাত্রা শুরু করেছিল বসুন্ধরা
কিংস। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় না পেলেও
সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফসিকে রুখে দিয়েছে বাংলাদেশ
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এতে
পরের রাউন্ডে খেলার সম্ভাবনা টিকে রইল কিংসের।
শনিবার
(২১ আগস্ট) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় জায়ান্টদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অস্কার
ব্রুজোনের শিষ্যদের।
এ
দিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ
ব্যাঙ্গালুরুকে চেপে ধরে বসুন্ধরা
কিংস। ২০তম মিনিটে বক্সের
একটু বাইরে ফাউলের শিকার হন কিংসের ব্রাজিলিয়ান
ফরোয়ার্ড রবিনহো। কিন্তু ফার্নান্দেসের ফিরতি শট অনেক ওপর
দিয়ে উড়ে যায়। ৪
মিনিট পর প্রথমার্ধের একমাত্র
আক্রমণ শানায় ব্যাঙ্গালুরু। ইরোন্দু মুসাভু-কিংয়ের হেড আটকান আনিসুর
রহমান জিকো। ৩২তম মিনিটে ফার্নান্দেসের
জোরালো শট ব্যাঙ্গালুরু গোলরক্ষক
গুরপ্রিত ফিরিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের
৫৫তম মিনিটে সতীর্থের ছোট পাস ধরে
এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রবিনহো।
বল গুরপ্রিত সিংয়ের পায়ে লেগে ছুটছিল
জালের দিকে। এক ডিফেন্ডার গোললাইন
থেকে ব্যাক ভলি করার চেষ্টার
পর গুরপ্রিত বল ধরে ফেলেন।
৬২তম মিনিটে সুনীল ছেত্রীর শট ক্রসবারের ওপর
দিয়ে যায়। এরপর তপু
বর্মণের স্লাইডে প্রায় আত্মঘাতী গোল হয়ে যাচ্ছিল।
বল ক্রসবারের ওপর দিয়ে যাওয়ায়
বেঁচে যায় কিংস।
প্রথম
ম্যাচে স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে
হারিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই
ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে
বসুন্ধরা কিংস শেষ ম্যাচ
খেলবে ভারতের আরেক জায়ান্ট এবং
‘ডি’ গ্রুপের অন্যতম ফেবারিট মোহনবাগানের বিপক্ষে।
ব্যাঙ্গালুরু
এফসি নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে
হেরেছিল তাদের স্বদেশি ক্লাব মোহনবাগানের কাছে। দ্বিতীয় ম্যাচ ড্র করে সুনীল
ছেত্রীদের বিদায় ঘণ্টা বেজে গেছে প্রায়।
তারা শেষ ম্যাচ খেলবে
মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে।
জেডআই/এম. জামান