প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৬:১৪ পিএম
গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস রমজানে তাহাজ্জুদ নামাজের বিশেষ ফজিলত রয়েছে। রমজানে অন্যান্য নফল আামলের পাশাপাশি তাহাজ্জুদ নামাজের প্রতি গুরুত্ব দিতেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রমজানের শেষ দশকে রাসুলুল্লাহ (সা.) রাত জেগে ইবাদত করতেন, তার পরিবারকে ডেকে দিতেন এবং লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)
বর্তমান সময়ে রমজানের অবহেলিত এই আমলের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।
তিনি আরও বলেন, রমজান উপলক্ষ্যে শেষ রাতে আমাদের উঠতেই হয়। সেই সুযোগে আমরা যদি সাহরির আগে-পরে দু-চার রাকাত তাহাজ্জুদ পড়ি, নির্জনে দোয়া ও মুনাজাতে মশগুল হই, তবে এই সামান্য সময়ের রাত্রিজাগরণ ও মিনতি আমাদের রমজানকে সার্থক করে দিতে পারে।
এডিএস/