• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হজের খরচ কমছে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০২:৪০ এএম

হজের খরচ কমছে : ধর্ম প্রতিমন্ত্রী

পবিত্র কাবাঘর।

দেশজুড়ে ডেস্ক

হজ প্যাকেজের ডি এবং সি ক্যাটাগরিতে খরচ কমানো হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। 
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘সৌদি সরকারকে অনুরোধ করে হজের খরচ কিছুটা কমানো হয়েছে। আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়া হবে।’


তিনি বলেন, সৌদি সরকার আগের তুলনায় হজযাত্রীদের জন্য কিছু নতুন সুবিধা যোগ করায় প্রতি হজযাত্রীর জন্য প্রায় ১ লাখ টাকা খরচ বাড়িয়েছে। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি সরকার প্রতি হজযাত্রীর জন্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করে, যা গত বছরের তুলনায় ১ লাখ ৬১ হাজার টাকার বেশি।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সংলাপে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মতাদর্শের প্রতিনিধিরা অংশ নেন।


আরিয়ানএস/

আর্কাইভ