• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সৈয়দপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:১০ এএম

সৈয়দপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবিঃ সিটি নিউজ ঢাকা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার দুপুরে (১ ফেব্রুয়ারি) স্থনীয় বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ইসলামিক ফাউন্ডেশন  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান। 

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সৈয়দপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলম। 

এতে বক্তব্য রাখেন বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক রেজা মাহমুদ ও লায়ন্স স্কুল ও কলেজের সহকারি শিক্ষক মনোয়ার হোসেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আরকাম দাখিল মাদরাসার সহকারি প্রধান শিক্ষক মো.রমজান আলী, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবু হানিফ, সাধারণ কেয়ারটেকার জাহিদুল ইসলাম প্রমূখ।


প্রতিযোগিতায় ৬ টি ইভেন্টে উপজেলর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  ১১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।  পরে প্রধান অতিথি প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সনদপত্র তুলে দেন।  পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলার সাধারণ কেয়ারটেকার মো. সিকান্দার আলী।

 

সাজেদ/

আর্কাইভ