• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জুমার দিনে ঝরল ইজতেমায় আসা আরেক মুসল্লির প্রাণ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৩:০৮ এএম

জুমার দিনে ঝরল ইজতেমায় আসা আরেক মুসল্লির প্রাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সন্ধ্যায় গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসা আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, তার নাম আক্কাস আলী (৫০)।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইজতেমায় যোগদান করেন। জুমার নামাজের পর হঠাৎ অসুস্থতবোধ করলে বিকালে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মারা যান।

এদিকে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, আশরাফুল বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ইজতেমা ময়দানের ৬ নম্বর রোডের ৫ নম্বর গেটের ৪২১ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) এবং গাজীপুর মেট্রো সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তালেব (৯০) ইজতেমা মাঠে মারা যান।

আর্কাইভ