• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৯:২৬ পিএম

পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

সিটি নিউজ ডেস্ক

সৌদি আরবে পবিত্র ওমরাহর ই-ভিসা পেতে বাংলাদেশসহ পাঁচটি দেশের মুসল্লিদের বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক তথ্য দিতে হবে, তার মধ্যে আঙুলের ছাপও রয়েছে। এ খবর সৌদি গেজেট ও গালফ নিউজের।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ-সংক্রান্ত ঘোষণা দিয়েছে। অন্য যে চারটি দেশের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে, সেগুলো হলো- মালয়েশিয়া, কুয়েত, তিউনিসিয়া ও যুক্তরাজ্য।

মন্ত্রণালয় বলছে, পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের তাদের স্মার্টফোনে ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ব্যবহার করতে হবে। এই অ্যাপের মাধ্যমে ই-ভিসার জন্য নাম নিবন্ধন করতে হবে। এখানে আঙুলের ছাপ ও সেলফি দিতে হবে।

মন্ত্রণালয় আরও বলছে, ওমরাহর জন্য ই-ভিসা পেতে যারা আঙুলের ছাপ নিবন্ধন করতে চান, তাদের অবশ্যই ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপর তাদের ভিসার ধরন বেছে নিতে হবে। পাসপোর্টের তথ্য দিতে হবে।

মুখমণ্ডলের একটি ছবি তুলতে হবে। পাসপোর্টের সঙ্গে এই ছবি মিলাতে হবে। সবশেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ স্ক্যান করতে হবে।

মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্তের লক্ষ্য সৌদির বন্দরগুলো দিয়ে মুসল্লিদের সে দেশে প্রবেশের প্রক্রিয়া সহজ করা। ওমরাহ–যাত্রীদের জন্য ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করা।

 

সজিব/এএল

আর্কাইভ