প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১১:০৯ এএম
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বুধবার (৪ ডিসেম্বর) ৬৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। অন্যদিকে আজ (মঙ্গলবার) রাতে ফিরবেন ৪০ জন।
লেবাননের স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) রাতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, আগামী ৪ ডিসেম্বর ৬৫ জনের ১৩তম গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা করবে। তারা ওইদিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৪০ বাংলাদেশির দেশে ফেরার তথ্য জানায় দূতাবাস।
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। সবশেষ, গত ২১ নভেম্বর দেশটি থেকে ৮২ বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন।