• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কারের ধাক্কায় মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি আহত

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ১০:০১ পিএম

কারের ধাক্কায় মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিবলু রহমান (৩৯), বুলবুল সিকদার (৩৮), আব্দুর রশিদ (৩৯) ও হৃদয় খান (২৮)। তারা ওই এলাকার একটি সোলার প্রজেক্ট সাইটে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। আহতদের মধ্যে শিবলু রহমানের অবস্থা আশঙ্কাজনক।

মারাং জেলা পুলিশ প্রধান, ডেপুটি সুপারিনটেনডেন্ট মহম্মদ জেইন মাত ড্রিস জানিয়েছেন, ওই চার বাংলাদেশি একটি মুদি দোকানে জিনিসপত্র কেনার পর তাদের হোস্টেলে ফেরার পথে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ২৪ বছর বয়সী এক ব্যক্তির চালিত পেরোদুয়া কেলিসা প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

 
এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪৩(১) ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে।

আহতরা বর্তমানে স্থানীয় ডুঙ্গুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  বাংলাদেশিদের গ্রামের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি।


এডিএস/

আর্কাইভ