• ঢাকা শুক্রবার
    ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ১১:৪৭ এএম

অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়।

তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই দেশে ফিরবেন তারেক রহমান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন মাহমুদ টুকুসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ