
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:২১ পিএম
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ‘ঝিনাইদহের মহেশপুরে যারা আমার পর্দানশিন মা-বোনদের গায়ে হাত দিয়েছে এবং পর্দা ছিনিয়ে নিয়েছে তাদের আপনি কী বলবেন? কোন অভিধায়ে পরিচিত করবেন।’
তিনি বলেন, ‘মনে রাখতে হবে আমাদের কাছে মা-বোনদের ইজ্জত জীবনের চেয়েও মূল্যবান। সুতরাং এ বিষয়কে অবশ্যই ছোট করে দেখার কোনো অবকাশ নেই।