• ঢাকা সোমবার
    ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকারকে কঠোর হওয়ার আহ্বান সেলিমা রহমানের

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:৫৬ পিএম

সরকারকে কঠোর হওয়ার আহ্বান সেলিমা রহমানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, নারী হেনস্তার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এজন্য সরকারকে কঠোর হতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ) রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে তিনি এ কথা বললেন।

সেলিমা রহমান বলেন, সমাজে মব জাস্টিসের নামে নারী নির্যাতন অব্যাহত থাকলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।

অক্সিলিয়ারি ফোর্স হিসেবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে নারীদের অধিকার খর্ব এবং নারী নির্যাতনে উৎসাহিত করা হতো। তাদের পতনের পর দেশে এখনও নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। 

নারী নিপীড়নের বিষয়ে সমস্বরে প্রতিবাদ করতে হবে জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের সম্মান রক্ষার্থে অন্তর্বর্তী সরকারকে আরও সজাগ থেকে কাজ করতে হবে।

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকেই অংশগ্রহণ করেন। 

আর্কাইভ