প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০২:২৩ পিএম
বিভেদ থাকলে দেশ গণতন্ত্রের চেহারা দেখবে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি বলেছেন, ১/১১–এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।
আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস।
গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক–এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে।
ওই প্রসঙ্গে মির্জা আব্বাস বলেছেন, ‘গণমাধ্যম বিএনপির বিরুদ্ধে অনেক কিছু লিখছে। কেউ বলছে, বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। ১/১১–এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। যদি কেউ বলে থাকেন, নিজ দায়িত্বে বলেছেন, বিএনপির বক্তব্য না। এই বিভেদ থাকলে দেশ গণতন্ত্রের চেহারা দেখবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আরাফাত রহমান কোকোকে চৌকশ কায়দায় হত্যা করা হয়েছে। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। খালেদা জিয়া খুব ভালো নেই। তবে মোটামুটি ভালো আছেন। বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারের ত্যাগ বিরল। স্লো পয়েজেনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তাঁকে।’
মির্জা আব্বাস বলেছেন, ‘অনেক দল-ব্যক্তি এমনভাবে কথা বলছেন যে, বিএনপি আওয়ামী লীগের দোসর। যারা এমনটা বলছে, তাদের নিজ চেহারা আয়নায় দেখা উচিত। প্রতিটি নেতা–কর্মীর ওপর নির্যাতন হয়েছে। ভারতপন্থীরা, আওয়ামী লীগের দোসর বানাতে চায়। বিদেশে বসে অনেকেই অনেক কিছু বলছে, বিএনপিকে দোষারোপ করবেন না। নতুন দল নিয়ে বিএনপি ইশ্বান্বিত– এমন কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘কয়েকজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তাদের জন্য ভালো হবে না। একটা দল বিএনপি নিয়ে টুপ করে কথা বলে ফেলে, ক্ষমতায় যাওয়ার জন্য বসে আছে (জামায়াতকে ইঙ্গিত করে) তাঁরা।’