প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৯:২৬ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি দেশের ভবিষ্যৎ জন্য উদ্বেগজনক।
তিনি দাবি করেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, যা তাদের জন্য নব্য ফ্যাসিবাদের লক্ষণ বলে মনে হচ্ছে।
বুধবার দুপুরে জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে নরসিংদি জেলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্যের বৃদ্ধি, বেকারত্ব ও সামাজিক অস্থিরতার কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জিএম কাদের বলেন, নানা কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে, এবং সাধারণ মানুষ তাদের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় দলটির মহাসচিব মো মজিবুল হক চুন্নু, জেলা সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নেওয়াজ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. শামীম হাসানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।