প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৯:২৬ এএম
লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়াকে এখন নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
শনিবার লন্ডনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডা. জাহিদ। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে তাঁর (খালেদা জিয়া) স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।
ডা. জাহিদ বলেন, ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে খালেদা জিয়াকে বিশেষজ্ঞরা চিকিৎসা দিচ্ছেন। নিয়মিত ফিজিওথেরাপিস্টের কাছে থেরাপি নিচ্ছেন তিনি।
পরিবারের সব সদস্যের সঙ্গে দেখা হওয়ায় খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার-অ্যাম্বুলেন্সে মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা।