
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০২:৩০ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। তবে জনগণকে বাদ দিয়ে ওপর থেকে চাপিয়ে কিছু করা যাবে না।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ শুক্রবার দুপুরে আয়োজিত জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না, এটা ঠিক না। তবে সংস্কার প্রস্তাব জমার আগে কমিশনের উচিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা। জনগণকে বাদ নিয়ে ওপর থেকে চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না।
এদিকে দুই দিনের সংলাপের প্রথম দিনে আজ দুটি অধিবেশন রয়েছে। প্রথম অধিবেশনে রাজনীতিবিদদের মধ্যে থাকছেন মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মহাম্মদ রেজাউল করিমসহ অনেকে। আর উপদেষ্টাদের মধ্যে থাকছেন আদিলুর রহমান খান, শারমীন মুরশিদ ও মাহফুজ আলম।
দুই দিনের এ সংলাপ শেষ হবে আগামীকাল শনিবার।