• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
সংগ্রাম চালিয়ে যেতে হবে

দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে: তারেক রহমান

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:৪২ পিএম

দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে দুর্বল সরকার থাকলে অনেকেই লুটপাট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশ ও জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নরসিংদী জেলায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গণতন্ত্র বলতে যা বোঝায় তা নিশ্চিতে একমাত্র বিএনপিই কাজ করে যাচ্ছে। এখনো এ দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। নিজেরা সংযত ও ঐক্যবদ্ধ থাকলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্বপ্নের দেশ গঠন সম্ভব বলেও জানান তারেক রহমান।

এ সময় ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, দেশ পরিবর্তনের জন্য দফাগুলো সামনে নিয়ে কাজ করছে তার দল। বিএনপির সাথে আন্দোলনে যেসব রাজনৈতিক দল ছিলো সবার মতামত নিয়েই ৩১ দফা তৈরি করা হয়েছে। ভালো প্রস্তাব পেলে অবশ্যই আরও দফায় সংযোজন করা হবে বলেও জানান তিনি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ