• ঢাকা বৃহস্পতিবার
    ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

আখাউড়া পৌঁছেছে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৫:৫৯ পিএম

আখাউড়া পৌঁছেছে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌঁছেছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় তিন সংগঠনের নেতাকর্মীরা আখাউড়ায় পৌঁছান।

আখাউড়া স্থলবন্দর এলাকায় আয়োজিত সমাবেশে তিন সংগঠনের নেতাদের বক্তব্য দেওয়ার কথা আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জানান, স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে সমাবেশ করতে মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

লংমার্চ কর্মসূচি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ‍‍`লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।‍‍`

‍‍`সীমান্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে থাকবে বিজিবি,‍‍` বলেন তিনি।

এর আগে, সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে বিএনপির অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মাইক্রোবাস ও প্রাইভেটকারে লংমার্চ শুরু করেন।

আর্কাইভ