প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:০২ পিএম
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ক্রিকেটার ও কর্মকর্তাদের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন টাইগার যুবারা। ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা টিম হিসেবে আবির্ভূত হলো বাংলাদেশি যুবারা।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।