• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিল বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:৪২ পিএম

পুলিশ প্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেনের কাছে এ প্রস্তাবনা জমা দেয় দলটি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব এসএম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা জমা দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্যটি জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে পুলিশ প্রশাসন সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার প্রধান ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেয় বিএনপি। গত ২৬ নভেম্বর জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে প্রস্তাবনা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনাসহ সংবিধানে একগুচ্ছ সংস্কার প্রস্তাব তুলে ধরে দলটি।

 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ