প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৭:৩৮ পিএম
সীমান্তের ওপারে ফ্যাসিস্টরা প্রতিনিয়ত চক্রান্ত করছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের এক অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, মৃত্যুর আগে শেষ আশা ছিল, স্বৈরাচার সরকারের পতন দেখে যাওয়ার। সেটা হয়েছে। কিন্তু আমরা এখনো ক্রান্তি পার হইনি। ধাপ পেরিয়েছি।
তিনি বলেন, ‘দেশে অভ্যুত্থান হলেও দোসররা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সীমান্তের ওপারের বসে দোসররা প্রতিনিয়ত চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। এই বাংলাদেশ আমরা কখনো দেখতে চাইনি।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশকে আবারও যেন অন্ধকারে দিকে ঠেলে দিতে না পারে, সেই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’