প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৬:২৬ পিএম
মওলানা ভাসানী সারা জীবন মানুষের অধিকার আদায়ে লড়াই করলেও কখনও ক্ষমতায় যাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
ফখরুল বলেন, ‘মওলানা ভাসানী এমন একজন নেতা, যিনি লড়াই করেছেন কিন্তু কখনও ক্ষমতায় যাননি। তার মতো নেতা বিরল। আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, সব আবর্জনা এত দ্রুত সরানো সম্ভব নয়। আমাদের দাবি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নিজেদের দায়িত্ব পালন করুন। অংশগ্রহণমূলক নির্বাচন দিন।
তিনি বলেন, যত দেরি হবে তত বেশি শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্টরা ফেরার চেষ্টা করবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সব বিতর্কের অবসান করারও আহ্বান জানান ফখরুল।
একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র নির্মাণের ব্যবস্থা করুন। যতটা দ্রুত সম্ভব নিজেদের সম্মান নিয়ে যার যার জায়গায় ফিরে যাবেন এমনটাই আশা।
ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, আওয়ামী লীগ ইতিহাস থেকে অনেককে মুছতে গিয়ে নিজেদেরই মুছে ফেলেছে।