• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

সাবেক এমপি শম্ভু ঢাকায় গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১০:৩৩ পিএম

সাবেক এমপি শম্ভু ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য শম্ভুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ অন্যান্য বিষয়ে একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে বিভিন্ন নাশকতার মামলায় রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে পুলিশ ৭৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের প্রায় সবাই আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করা হয়েছে। 

আর্কাইভ