• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপি’র র‍্যালি আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ১০:০৩ এএম

বিএনপি’র র‍্যালি আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করবে বিএনপি। আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। এটি কাকরাইল মোড়, মৎস্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‍্যালিতে অংশ নেবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জ্যেষ্ঠ নেতা, মহানগর নেতা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালিটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। সেখানে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হবেন বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

কর্মসূচিতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থককে যথাসময়ে অংশ নেয়ার জন্য দলটির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে শুধু রাজধানীতেই নয়, বরং বিভাগীয় শহরগুলোতেও র‍্যালির আয়োজন করেছে দলটি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ