• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১
জামায়াত আমির

আমাদের প্রতি যে জুলুম করেছে, আওয়ামী লীগের ওপর যেন একই জুলুম না হয়

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০৭:০০ পিএম

আমাদের প্রতি যে জুলুম করেছে, আওয়ামী লীগের ওপর যেন একই জুলুম না হয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আওয়ামী লীগ যত মানুষকে হত্যা করেছে তার ন্যায় বিচার আদালত থেকে পেতে চায় জামায়াতে ইসলামী। রোববার দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিগত আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জামায়াতের আমির এসময় বলেন, “আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের ওপর যেমন জুলুম করা হয়েছে, ওদের (আওয়ামী লীগের) ওপর যেন সেই জুলুম করা না হয়। ওদেরকে যেন ন্যায় বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়া হয়”।
“তাতে যদি কারো ফাঁসি হয়, আমৃত্যু কারাদণ্ড বা যাবজ্জীবন হয়, হবে। যার যেটা পাওনা তা যেন হয়” বলেন মি. রহমান।

এসময় তিনি বলেন, “প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাসী না, প্রতিহিংসা আমরা ছড়াবো না। ওরা ছিল দায়িত্বহীন বর্বর। এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিবে”।
জামায়াত আমির বলেন, “আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ারও মালিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছে ধরা খেয়েছে। জুলুমের ক্ষীণ বিচার এ পৃথিবীতে হবে, আসল বিচার হবে আখেরাতে। দুনিয়ার বিচারটাও আমরা দেখতে চাই”।’

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মি. রহমান বলেন, “তারাই তো বলতেন বিচার বিভাগ স্বাধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে তিনিও তো আইনের ঊর্ধ্বে না। যে অপকর্ম করেছেন তা আপনাকে প্রত্যক্ষ করতে হবে, তার স্বাদও গ্রহণ করতে হবে”।
এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পাশে সবাইকে দাড়ানোর আহবান জানান জামায়াতের আমির।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ