প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৬:০৭ পিএম
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সদস্য আকতার হোসেনসহ ৭ ছাত্রনেতা।
শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির অন্য নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।