• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আওয়ামী লীগের মতো করলে বিএনপিরও একই দশা হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:৪৫ পিএম

আওয়ামী লীগের মতো করলে বিএনপিরও একই দশা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই দশা হবে, কেউই টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে এক জনসভায় এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের সময় প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি। মনে রাখবেন এই মুক্ত আমরা ততক্ষণই থাকতে পারবো যতক্ষণ আমরা মুক্ত রাখতে পারব। আওয়ামী লীগের মত আচরণ করলে আমরা কি টিকতে পারব। একই রকম দশা হবে আমাদের। সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, জনপ্রিয় হতে হবে। অন্যায়, অত্যাচার, নির্যাতন করবেন না।’

এ সময় তিনি তাদের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতেরও নির্দেশনা দিয়ে বলেন, ‘তাদেরকে রক্ষা করতে হবে আমাদের। তারা আমাদের আমানত। তাদের সম্পত্তি বা সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ১৫–১৬ বছর আমরা অনেক কষ্ট পেয়েছি। শুধু বিএনপি করার অপরাধে, জামায়াত করার অপরাধে আপনাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। মামলা দেওয়া হয়েছে। এর একটা পরিসম্পাত্তি ঘটেছে। জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনাকে পালাতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গণভবনে সেদিন গিয়েছিল। তাকে জীবন বাঁচাতে ভারতে পালাতে হয়েছে। সেই প্রতাপশালী শেখ হাসিনাকে ভারতে গিয়ে করুণ পরিস্থিতিতে পড়তে হয়েছে।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের বলতেন তিনি নাকি পালাবেন না। দেশের বাইরে যাবেন না। তিনি আমাকে বিদ্রুপ করে বলতেন, ফখরুল সাহেব আমাকে আপনার বাসায় জায়গা দিবেন না? এখন আমি বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। এখন কোথায় চলে গেছেন জনগণ জানে না।’

এসময় বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ১১ বার জেলে গিয়েছি। আমাদের ঠাকুরগাঁওয়ের ছেলেরা জেল-জুলুম সহ্য করেছে। কিন্তু সত্যর পথ থেকে সরে দাঁড়ায়নি। সবাই যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এজন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের সময়, সুযোগ দিতে হবে।’

মির্জা ফখরুল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের পাশেই ভারত। তারা অনেক অন্যায়-অত্যাচার করে, তাই না। আমরা সবমসময় তাদের পাশে থাকবো। তবে কোনো অন্যায় হলে অবশ্যই তার প্রতিবাদ জানাবো।’

আর্কাইভ