• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বগুড়ায় শহীদ ছাত্র-জনতার পরিবারের পাশে তারেক রহমান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০২:২০ পিএম

বগুড়ায় শহীদ ছাত্র-জনতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ রিকশাচালক কমরউদ্দিন খান, শিক্ষার্থী শহীদ শাকিল হাসান মানিক, শ্রমিকদল নেতা শহীদ মো. জিল্লুর রহমান-সহ অন্যান্য শহীদ পরিবারের (বগুড়া) সঙ্গে সাক্ষাৎ করেছে একটি প্রতিনিধি দল।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এ সহমর্মিতা জানিয়েছে একটি প্রতিনিধি দল।

আজ সোমবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) গণআন্দোলনে শহীদ রিকশাচালক কমরউদ্দিন খান, শিক্ষার্থী শহীদ শাকিল হাসান মানিক, শ্রমিকদল নেতা শহীদ মো. জিল্লুর রহমান-সহ অন্যান্য শহীদ পরিবারের সাথে (বগুড়া) সাক্ষাৎ করতে তাদের বাসায় যায় প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‍‍`আমরা বিএনপি পরিবার‍‍`-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ