• ঢাকা মঙ্গলবার
    ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে: রিজভী

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৪, ০১:১৬ পিএম

ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নার্সেস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুই দেশের অনেক অমিমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। দেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নিবে না।

তিনি জানান, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক। এ হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু হয়েছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা তা পুনঃতদন্তে বেরিয়ে আসবে। এছাড়া, সুষ্ঠু নির্বাচনের স্বার্থ কারও কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশনই বিএনপি চায় বলেও জানান রিজভী।

আর্কাইভ