• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ১২:০৩ এএম

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখন সিসিইউতে চিকিৎসাধীন। তাঁকে সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানে রেখেছেন চিকিৎসকরা। 

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার সন্ধ্যায় সমকালকে বলেন, তিনি ভালো নেই। সোমবার অবস্থার কিছুটা খারাপ হয়েছে। বোর্ড দফায় দফায় বৈঠক করে স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

জানা গেছে, এ দফায় হাসপাতালে ভর্তির প্রধান কারণ জ্বর। থেমে থেমে জ্বর আসছে। এর কারণ খুঁজছে মেডিকেল বোর্ড। একই সঙ্গে রক্তের হিমোগ্লোবিনও অনেকটা কমে গেছে। 

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ৮ জুলাই ভোরে হাসপাতালে ভর্তি হন তিনি।
 

আর্কাইভ