• ঢাকা বুধবার
    ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

রিজভীর মন্তব্য আওয়ামী লীগ শূন্য মুড়ির টিন

প্রকাশিত: মে ৬, ২০২৪, ০১:৩৬ পিএম

রিজভীর মন্তব্য আওয়ামী লীগ শূন্য মুড়ির টিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ শূন্য মুড়ির টিন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, জনসমর্থন হারিয়ে নিজেদের দুর্বলতা ঢাকতেই ওবায়দুল কাদের বিএনপিকে দুর্বল ও হতাশ বলছেন। বিএনপির জন্য তার চিন্তা মায়াকান্না।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে, দলের ভেতরেই কোন্দল, কেন্দ্রের কথা মানছে না তৃণমূলের কর্মীরা।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন, তাই নেতারা ঝনঝন বক্তব্য রাখছেন। আওয়ামী লীগ ভাঙা কলসি, বাজছে বেশি। জনগণকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, তা দিতে ব্যর্থ সরকার। বিচারকের খাস কামরায় পুলিশ কর্মকর্তাদের পরামর্শে বিএনপি নেতাদের সাজা ঠিক করা হয়। 

এসময় রায়হান রাফীর ‘অমীমাংসিত সিনেমা’ আটকে দেয়াকে সেন্সর বোর্ডের মুর্খামি বলে মন্তব্য করেন তিনি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ