• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘নির্বাচন বর্জনকারীরা তুচ্ছ না, তাদেরও শক্তি আছে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৫:৫৪ পিএম

‘নির্বাচন বর্জনকারীরা তুচ্ছ না, তাদেরও শক্তি আছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, বিএনপি একটা বড় দল। সে দল নির্বাচনে অংশ নেয়নি। তাদের সঙ্গে কোনো আলোচনার জন্যও সহানুভূতি দেখায়নি সরকার। এই নির্বাচনে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে; এতে কোনো সন্দেহ নেই।  

তিনি বলেন, আমি মনে করি, যারা নির্বাচন বর্জন করেছেন তারা তুচ্ছ না, তাদেরও উল্লেখযোগ্য শক্তি আছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশে অনেক কিছু হয়েছে। এ জন্য সবস্তরের মানুষ বঙ্গবন্ধুকে স্মরণ করেন, মওলানা ভাসানীকে স্মরণ করেন।

অধ্যাপক আবুল কাশেম বলেন, অতীতের ভালো নিয়ে বর্তমানে দাবি করা এটার মধ্যে কোনো মহত্ব নেই। রাজনৈতিক দিক দিয়ে বর্তমান আওয়ামী লীগ যে ভালো ভূমিকা পালন করছে তা বলা যাবে না। গত ২০ বছর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে না।  তারা যেভাবে কর্মসূচি প্রকাশ করছে, এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচির মতো মনে হয় না। একটা রাজনৈতিক দল জনগণের জন্য কী করতে চায় তা প্রকাশই করছে না আওয়ামী লীগ।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ