• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশের অবস্থা বারোটা থেকে তেরোটা বাইজ্যা গেছে: ব্যারিস্টার সুমন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৫:৪৪ পিএম

দেশের অবস্থা বারোটা থেকে তেরোটা বাইজ্যা গেছে: ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের অবস্থা বারোটা থেকে তেরোটা বাইজ্যা গেছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেছেন, আমি জানি না কতটা আবার ফেরত আনতে পারবো! তো ১২ থেকে কমিয়ে ৯টা, ১০টা পর্যন্ত আনতে পারি! যাতে মানুষ বলতে না পারে দেশের বারোটা বাইজা গেছে!

সুমন বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য একটা বলিষ্ট ভূমিকা রাখতে।

তিনি বুধবার মানিকগঞ্জে দুদকের দায়ের করা এক মামলায় আসামি পক্ষের কৌশলী হিসেবে আসার পর আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।

সুমন বলেন, আমার নেতা শেখ হাসিনা আর আমার চিন্তার মধ্যে অনেক মিল আছে, আর দুজনই যেহেতু মৃত্যুকে খুব একটা পরোয়া করি না। আর দুজনেই সংসদে আছি, আমি আমার এলাকা আর শেখ হাসিনা পুরো বাংলাদেশ দেখবেন।

পলিথিন ব্যবহারের সমালোচনা করে ব্যারিস্টার ‍সুমন বলেন, ১৯৯৫ সালে দেশে পলিথিন নিষিদ্ধ আইন হলেও পলিথিন বন্ধ হয়নি। বহু বছর পার হলেও সেটি কার্যকর হয়নি। দেশের বাজারে যারা পলিথিন বিক্রি করে তাদের চেয়ে বেশী শক্তিশালী। এজন্য সরকার এদের ধরতে চায় না। সরকারকে জিজ্ঞেস করলে উপরে উপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি !

তিনি আরো বলেন, সরকার করে কী, মুল জায়গায় হাত না দিয়ে যে জায়গায় হাত দিলে কোন ঝামেলা হবেনা সেখানে হাত দেয় !

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ