• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংসদের প্রথম অধিবেশনে নেই সাকিব-মাশরাফি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪, ০৯:১৭ পিএম

সংসদের প্রথম অধিবেশনে নেই সাকিব-মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাগুরা-১ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন সাকিব আল হাসান।

অন্যদিকে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয় দফায় সংসদ সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ মঙ্গলবার যখন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় তখন সাকিব বিপিএলে নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির নেতৃত্বে খেলছে সিলেট স্ট্রাইকার্স।

এদিন দুপুর ৩টা থেকে শুরু হয়েছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিপিএলের জন্য সিলেটে থাকায়, এ অধিবেশনে যোগ দেননি আওয়ামী লীগের দুই সংসদ সদস্য সাকিব-মাশরাফি।
 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ