• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

উপজেলায় নৌকা ছাড়া ভোট করার ব্যাখ্যা মঈন খানের

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ০৬:৩৮ পিএম

উপজেলায় নৌকা ছাড়া ভোট করার ব্যাখ্যা মঈন খানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় প্রতীক ছাড়া আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই উঠিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরেছে মানুষ এবার নৌকাকে প্রত্যাখ্যান করেছে।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

মঈন খান বলেন, জনগণের শক্তির কাছে কোনো কিছু টিকে থাকতে পারেনি। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, আমরা জোর গলায় কথা বলতে পারি কারণ নৈতিক শক্তিতে আমরা বলিয়ান। ৭ জানুয়ারি নির্বাচন বলতে কিছু হয়নি। ইলেকশনের নাম সিলেকশন হয়েছে।

তিনি বলেন, মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রহসনের নাটক করেছে। কেউ ভোট দিতে যায়নি। এটা বিএনপির কথা নয় বিভিন্ন রাষ্ট্রগুলো একই কথা বলছে।

‘এই সরকারকে বিদায় দেব’-এমন প্রত্যয় ব্যক্ত করে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটি উদ্দেশে এই সরকারকে বিদায় দেব, সেটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে।

এ সময় ওলামা দলের নেতাকর্মীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক উপস্থিত ছিলেন।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ