• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বিএনপির পরাজয় হয়নি, হয়েছে সরকারের’

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০৯:৫৮ এএম

‘বিএনপির পরাজয় হয়নি, হয়েছে সরকারের’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘৭ জানুয়ারি সরকারের বড় ধরনের পরাজয় হয়েছে। জনগণ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি। অনেকে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করে ফেলেছে, এতে বিএনপির পরাজয় হয়েছে; কিন্তু আমরা বলছি বিএনপির কোনো পরাজয় হয়নি, সরকারের হয়েছে।’

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনাসভার আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলই)। এতে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।

সভায় গণফোরামের (মন্টু) সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি ‘দুর্গন্ধময়’ সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দলকে নষ্ট করেছেন। তিনি ছলেবলে চালাকি করে একটি সরকার গঠন করেছেন। দেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় বসেছেন। বাজারব্যবস্থা, ব্যাংক খাত এবং বিচারব্যবস্থা ঠিক করা সম্ভব নয়। কারণ, সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।’

রাজনীতিতে পেশাজীবীদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের পেশাজীবীদের চাওয়া খুব বেশি না। আমরা শুধু নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চাই।’

আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাস্টিস মিফতাহ উদ্দিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ