• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ধাক্কাধাক্কি করে মঞ্চে উঠলেই নেতা হওয়া যায় না: শামীম ওসমান

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০২:১০ এএম

ধাক্কাধাক্কি করে মঞ্চে উঠলেই নেতা হওয়া যায় না: শামীম ওসমান

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি


ধাক্কাধাক্কি করে মঞ্চে উঠলেই নেতা হওয়া যায় না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লার নম পার্কে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনোত্তর পুনর্মিলনী সভায় তিনি এই মন্তব্য করেন।

 

এর আগে শামীম ওসমান সভায় উপস্থিত হলে নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজন ধাক্কাধাক্কি করে মঞ্চে উঠার চেষ্টা করলে বিষয়টি তার নজরে আসে এবং রাগান্বিত হন। পরে বক্তব্য দেয়ার সময় সংসদ সদস্য শামীম ওসমান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেন।


নেতাকর্মীদের শিষ্টাচার শেখার তাগিদ দিয়ে শামীম ওসমান বলেন, ‘আমি সহজে মঞ্চে উঠি না। এই সভার আয়োজন যারা করেছে  তারা নিচে দাঁড়িয়ে আছে। তাদের থেকে শিক্ষা নেয়া উচিত। আমরা সবাই কর্মী। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার নেতৃত্বে আমরা পরিচালিত হই। আমাদের পর নতুন প্রজন্ম যখন আসবে তারাও যেন আমাদের মতো নিজেকে গড়ে নিতে পারে সেই আশা করছি।’

সংসদ সদস্য শামীম ওসমান ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘নেতাদের গা ঘেসে দাঁড়ালেই নেতা হয় না। নেতা সে হয় যার কথায় মানুষ সাড়া দেয়।’

সামনে আরও খেলা হবে উল্লেখ করে নেতাকর্মীদের মানসিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য শামীম ওসমান বলেন,  ‘সামনে আরো খেলা হবে। আপনারা মানসিক প্রস্তুতি নেন। ভৌগলিকভাবে অনেক কিছু হচ্ছে। অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশকে নিয়ে। তবে নেত্রীর উপর আমাদের ভরসা আছে। আমরা যে কোনো কিছু মোকাবিলা করবো।’


এসময় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম. শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবগীলের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির, জেলা কৃষক লীগের আহ্বায়ক ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ