• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আদালত অবমাননা: হাইকোর্টে নুর

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ১২:২৩ পিএম

আদালত অবমাননা: হাইকোর্টে নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের তলবে হাজির হয়েছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ গত ১১ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে নুরকে তলব করেন। এছাড়া তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

আজ হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তিনি আজ আদালতে উপস্থিত হয়েছেন।

নুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগটি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। তারই ধারাবাহিকতায় এ বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে ১১ ডিসেম্বর রুলসহ নুরকে তলব আদেশ দেন।

আদালতের ভিপি নুরের পক্ষে লড়ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ