• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাত বার চ্যাম্পিয়ন মাটি ও মানুষের নেতা মির্জা আজম এমপিকে পরিবারের পক্ষে শুভেচ্ছা

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৯:৫৭ পিএম

সাত বার চ্যাম্পিয়ন মাটি ও মানুষের নেতা মির্জা আজম এমপিকে পরিবারের পক্ষে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা সাত বার চ্যাম্পিয়ন মাটি ও মানুষের নেতা মির্জা আজম এমপিকে বিজয়ের পর পরিবারের পক্ষে শুভেচ্ছা জানানো হচ্ছে।


জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মোট ১৫৩টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

মির্জা আজমের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর সামসুল আলম পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকের মো. নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

দলীয় নেতা-কর্মীরা বলেন, মির্জা আজম বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। মির্জা আজম ৩০ বছর ধরে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে টানা সপ্তমবারের মতো জয় একমাত্র তাঁর ঝুলিতেই আছে।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ