• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূর

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০১:০৩ এএম

পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে হারিয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৫ ভোটে।


রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

আসনটিতে ১৩৫ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৭৫৩ জন। আসাদুজ্জামানসহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ প্রার্থী।

২০০১ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান। পরে ২০০৮, ২০১৪, ২০১৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ