• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফুফাতো ভাইয়ের মনোনয়ন বাতিল করতে পারলেন না রিমি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ১১:৪০ এএম

ফুফাতো ভাইয়ের মনোনয়ন বাতিল করতে পারলেন না রিমি

সিটি নিউজ ডেস্ক

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমদের প্রার্থিতা বাতিল চেয়ে সিমিন হোসেন রিমির আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে আলম আহমেদের প্রার্থিতা বহাল থাকছে।

আপিল বেঞ্চে আলম আহমেদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী। অন্যদিকে সিমিন হোসেন রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে লিভ টু আপিল দায়ের করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

শিল্পপতি আলম আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাগিনা। আলম আহমেদ সম্পর্কে সিমিন হোসেন রিমির ফুফাতো ভাই।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ