• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভোট দিন জীবনমান বদলে দেব: সালমা ইসলাম

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৪:৩৭ পিএম

ভোট দিন জীবনমান বদলে দেব: সালমা ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, কথা দিচ্ছি অতীতের মতো পাশে পাবেন। সালমা ইসলাম আপনাদের এই মাটি ও মানুষের সন্তান। আমার স্বামী এবং পুরো পরিবার আজীবন মানুষের জন্য কাজ করেছেন। ফলে মানবসেবা আমার রক্ত ও চিন্তার সঙ্গে মিশে আছে। আমাকে ভোট দিন, জীবনের মান বদলে দেব।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে দোহারের মোহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনি সমাবেশে রোববার এমন প্রতিশ্রুতি দেন তিনি।

সালমা ইসলাম বলেন, বঞ্চিত শিশুদের জন্য স্কুল, পদ্মা নদীর করালগ্রাস থেকে রক্ষায় বেড়িবাঁধের বাকি অংশ সম্পন্ন করা, সন্ত্রাস দমন, মাদকমুক্ত করা এবং কর্মসংস্থানের জন্য গড়ে তুলব পরিকল্পিত কুটিরশিল্প।

এ সময়ে স্থানীয় নেতাকর্মীরা চ্যালেঞ্জ করে বলেন, সালমা ইসলামের কারণে গত ১৫ বছরে কাউকে ১ টাকাও চাঁদা দিতে হয়নি। তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ারও অঙ্গীকার করেন। বিশেষ করে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সরকারি ভাতা যাতে স্বচ্ছভাবে সমবণ্টন হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সালমা ইসলাম।

এ সভায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। এ সময় দলে দলে নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ সভাস্থলে পৌঁছান। দলীয় নেতাকর্মী ও ভোটাররা স্লোগানে স্লোগানে সালমা ইসলামকে স্বাগত জানান।

সালমা ইসলাম বলেন, ১৫ বছরে আমি আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ছিলাম একবার। বাকি দুবার সংরক্ষিত আসনে এমপি। কিন্তু এর পরও বারবার আপনাদের কাজে ছুটে এসেছি। বিপদ-আপদে আমাকে পাননি, এমন কথা বলতে পারবেন না।

তিনি বলেন, আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন। ফলে নিজের বা পরিবারের চলার জন্য সরকারি টাকার প্রয়োজন হয় না। আমি আপনাদের সেবা করতে এমপি হতে চাই। এ ক্ষেত্রে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের তহবিল থেকে অনেক বড় অংকের টাকা আপনাদের জন্য খরচ করি।

তিনি বলেন, আপনাদের দুঃখ-দুর্দশার কথা আমি সংসদে দাঁড়িয়ে বলেছি। পদ্মার ভাঙন থেকে দোহারবাসীকে বাঁচাতে বেড়িবাঁধ নির্মাণে ২১৭ কোটি টাকা বরাদ্দ এনেছি। টেন্ডার হয়েছে। বেড়িবাঁধের বড় অংশের কাজ হয়েছে। আগামী ৭ তারিখে আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে বেড়িবাঁধের বাকি অংশের কাজ শেষ করব বলে প্রতিশ্রুতি দেন সালমা ইসলাম।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ