প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:০৪ এএম
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে কামাল জামান মোল্লাকে গ্রেফতার করে ডিবি। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ভাসাবি ফ্যাশনসের মালিক জামানের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলা রয়েছে। মামলার পর তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।