প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ১১:১০ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ (সদর একাংশ ও রাজৈর) আসনের আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী শাজাহান খান অন্য এলাকায় জনসংযোগ ও মিছিল-মিটিং করায় সংঘাত বাড়ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাহমিনা।
অভিযোগ অনুযায়ী, শাজাহান খান সম্প্রতি মাদারীপুর-৩ (সদরের একাংশ, কালকিনি ও ডাসার) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়ার (গোলাপ) পক্ষে জনমত সৃষ্টিতে প্রচার চালাচ্ছেন ও ভোট চাইছেন। ইতোমধ্যে আবদুস সোবহান মিয়া গোলাপের বেশ কয়েকটি পথসভায় অংশ নিয়েছেন শাজাহান খান। সোবহানের পক্ষে স্থানীয় হাটবাজারেও শাজাহানকে ভোট চাইতে দেখা গেছে।
এতেই উত্তপ্ত হয়ে উঠেছে মাদারীপুর-৩ আসনের রাজনৈতিক পরিস্থিতি। ঘটেছে একাধিক বোমা হামলা, নিহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী। এসব ঘটনার জন্য মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানকেই দুষছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ সংসদীয় আসনের ভোটের মাঠে আবদুস সোবহান গোলাপের পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের তেমন নেতাকর্মী মাঠে নেই। বেশির ভাগ নেতাকর্মী মাদারীপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে কাজ করছেন। এ কারণে মাদারীপুর-৩ আসনে নৌকার বিজয় আনতে নিজের নির্বাচনি এলাকার প্রচারণা কমিয়ে শাজাহান খান সরাসরি মাঠে নেমেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, আবদুস সোবহানের সঙ্গে নেতাকর্মীদের দূরত্ব ও দ্বন্দ্ব থাকায় তার পক্ষে দলীয় নেতাকর্মীরা নেই। সোবহানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার ছাড়া উপজেলার উল্লেখযোগ্য কোনো নেতাকে তার নির্বাচনি প্রচারে দেখা যায়নি।
তবে আবদুস সোবহানের পক্ষে সরাসরি প্রচারে নামায় শাজাহান খানের সমালোচনাও করেছেন কেউ কেউ।
কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার বলেন, আবদুস সোবহান গোলাপের নিজের কোনো জনপ্রিয়তা নেই। তিনি একজন দুর্নীতিবাজ এমপি। তাই তিনি জেলা থেকে লোক ভাড়া করে প্রচারণা চালাচ্ছেন। শাজাহান খান মাদারীপুর-২ আসনের এমপি, তার মাদারীপুর-৩ আসনে কাজ কী? তিনি নিজের আসনে প্রচারণায় মন না দিয়ে কালকিনিতে পড়ে আছেন। তাকে (শাজাহান খানকে) এটা মানায় না।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন বলেন, নৌকার প্রার্থী গোলাপের পক্ষে উপজেলা আওয়ামী লীগ নেই। উপজেলা ও ইউনিয়নের সব কমিটির নেতাকর্মীরা তাহমিনা বেগমকে সমর্থন দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগলের পক্ষে সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম বলেন, শাজাহান খান তার নির্বাচন রেখে মাদারীপুর-৩ আসনে এসে একজন এমপির পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শুধু তাই নয়, শাজাহান খানের ছেলে আসিব খান মাদারীপুর-৩ নির্বাচনি এলাকার ভোটারদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হুমকি দিচ্ছে। ইতোমধ্যে মাদারীপুর-৩ এর নির্বাচনি এলাকার এক সভায় শাজাহান খানের ছেলের একটি হুমকি দেওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শাজাহান খান সাংবাদিকদের জানান, তাহমিনা বেগম যেহেতু উপজেলা আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাই তার উচিত নৌকার পক্ষে কাজ করা। তবে তিনি কেন তা করছেন না- এটা বোধগম্য নয় বলে উল্লেখ করেন তিনি।